দোয়ারাবাজারে অবাধে টপ সয়েল কাটা: হুমকিতে কৃষি উৎপাদন ও পরিবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

দোয়ারাবাজারে অবাধে টপ সয়েল কাটা: হুমকিতে কৃষি উৎপাদন ও পরিবেশ

দোয়ারাবাজারে অবাধে টপ সয়েল কাটা: হুমকিতে কৃষি উৎপাদন ও পরিবেশ
দোয়ারাবাজারে অবাধে টপ সয়েল কাটা: হুমকিতে কৃষি উৎপাদন ও পরিবেশ

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফসলি জমি ও খাল-বিলের পাশ থেকে অবৈধভাবে উর্বর টপ সয়েল কেটে নেওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভেকু ও ট্রাক ব্যবহার করে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করছে। এতে স্থানীয় কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে এবং কখনো প্রকাশ্যেই এসব কার্যক্রম চালানো হচ্ছে। ফলে অনেক ফসলি জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে উঁচু-নিচু অবস্থার সৃষ্টি হচ্ছে। এতে ধানসহ বিভিন্ন ফসল চাষে ব্যাঘাত ঘটছে এবং ভবিষ্যতে এসব জমি চাষের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।


ভুক্তভোগী কৃষকরা জানান, টপ সয়েল কেটে নেওয়ার পর জমিতে পানি জমে থাকে এবং বীজ বপন করলেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে জমির যে প্রাকৃতিক উর্বরতা ছিল, তা দ্রুত হ্রাস পাচ্ছে বলে তারা অভিযোগ করেন।


পরিবেশবিদদের মতে, নির্বিচারে মাটি কাটার ফলে শুধু কৃষিই নয়, পুরো পরিবেশ ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটির উপরিভাগ নষ্ট হলে প্রাকৃতিক জলধারণ ক্ষমতা কমে যায়, ভূমিক্ষয় বৃদ্ধি পায় এবং বন্যার ঝুঁকি বাড়ে। পাশাপাশি আশপাশের খাল-বিল ভরাট হয়ে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, “ফসলি জমি থেকে টপ সয়েল কেটে নিলে জমির উর্বরতা নষ্ট হয় এবং ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশ বড় ধরনের সংকটে পড়বে।”


দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, কৃষিজমির মাটি কাটার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Top Ad

Responsive Ads Here