রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাসে শৃঙ্খলা: শহরে ঢুকতে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাসে শৃঙ্খলা: শহরে ঢুকতে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন

 

রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাসে শৃঙ্খলা: শহরে ঢুকতে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন
রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাসে শৃঙ্খলা: শহরে ঢুকতে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন


ডেস্ক নিউজ:

পর্যটন-বান্ধব, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন রাঙ্গামাটি গড়তে ট্যুরিস্ট বাসের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এই উদ্যোগের মাধ্যমে পর্যটন মৌসুমে যানজট, অপরিকল্পিত পার্কিং ও পরিবেশ দূষণ কমিয়ে আধুনিক ও টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত রাঙ্গামাটি প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। তবে দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট বাসের অনিয়ন্ত্রিত প্রবেশ, যত্রতত্র পার্কিং ও অতিরিক্ত যানচাপে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। নতুন এই ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেই সমস্যার কার্যকর সমাধান মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, এই উদ্যোগ রাঙ্গামাটির পর্যটনে গুণগত পরিবর্তন আনবে এবং শহরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে সহায়ক হবে।


নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা নির্ধারিত চেকপোস্টে গিয়ে www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে। এতে করে মূল সড়কে যানচাপ কমবে এবং পর্যটকরা পাবেন আরও স্বস্তিদায়ক ভ্রমণ অভিজ্ঞতা।


ডিজিটাল নিবন্ধনের আওতায় ট্যুরিস্ট বাস পরিচালনায় কিছু বাধ্যতামূলক নিয়ম মানতে হবে। এর মধ্যে রয়েছে—


-দক্ষ ও অভিজ্ঞ চালক নিয়োগ


-যাত্রী নামানোর পর নির্ধারিত টার্মিনাল বা পার্কিংয়ে বাস রাখা


-যত্রতত্র ও অবৈধ পার্কিং নিষিদ্ধ


-সড়ক ও পানিতে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক না ফেলা


জেলা পুলিশ জানায়, এই উদ্যোগ কেবল ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি “পরিচ্ছন্ন গ্রাম–পরিচ্ছন্ন শহর” কর্মসূচিকে আরও গতিশীল করবে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, পর্যটক, পরিবহন মালিক, চালক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় এই ডিজিটাল ব্যবস্থা সফলভাবে বাস্তবায়িত হবে এবং রাঙ্গামাটি গড়ে উঠবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটন-বান্ধব আধুনিক শহর হিসেবে।



Post Top Ad

Responsive Ads Here