সালথায় পুকুরের মাছ নিয়ে বিরোধে কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

সালথায় পুকুরের মাছ নিয়ে বিরোধে কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর

 

সালথায় পুকুরের মাছ নিয়ে বিরোধে কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর
সালথায় পুকুরের মাছ নিয়ে বিরোধে কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুর


সালথা (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ওলিয়র রহমান নামে এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় বসতঘরের টিন, দরজা-জানালা ভাঙচুরের পাশাপাশি ঘরের ভেতরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।


স্থানীয়রা জানায়, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বাদশা মোল্লার সমর্থক ওলিয়র রহমান ও একই গ্রামের হেমায়েত মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২১ ডিসেম্বর বাদশা মোল্লা ও তার স্ত্রী মোছা. মর্শিদা বেগম সালথা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।


পুলিশ তদন্তের জন্য অভিযুক্তদের বাড়িতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ। এরপর গতকালের হামলায় দবির মোল্যা, হেফায়েত মোল্যা, আঃ হক সাহেব ও জামাল শেখসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওলিয়র রহমানের বসতবাড়িতে আক্রমণ চালায়।


অভিযুক্তদের এই হামলায় পরিবারের নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন। হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


ভুক্তভোগী ওলিয়র রহমান অভিযোগ করেন, “পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আমাদের ওপর দীর্ঘদিন চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ করার কারণে ক্ষিপ্ত হয়ে তারা এই হামলা চালিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



Post Top Ad

Responsive Ads Here