![]() |
| সালথায় ফরিদপুর জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার |
সালথা(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম মাতুব্বর মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে এবং সালথা উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের অংশ হিসেবে আব্দুর রহিম মাতুব্বরকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ এই অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখছে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

