জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুরে ১৬.৭২৮ কি. মিটার নির্মিত লাইনের ৬১৬জন গ্রাহকের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধুনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সারটিয়া গাজী ও পাঁচ আড়রা গ্রামে ১৬.৭২৮ কি. মিটার নির্মিত লাইনের ৬১৬ জন গ্রাহকের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিন বি.এস.সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুস সালাম প্রামাণিক, পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের ডি.জি.এম বাবু জয় প্রকাশ নন্দি, বেগম মমতাজ খন্দকার, ধুনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস আলী, দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক খোরশেদ, দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক আরিফুর রহমান, মো. নিতুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-সম্পাদক মো. উজ্জল হোসেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

