টাঙ্গাইলে হামিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৯, ২০১৮

টাঙ্গাইলে হামিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র মোহাইমিনুল ইসলাম হামিম হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হামিমের সহপাঠী সহ ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এতে অংশগ্রহন করেন। তারা অবিলম্বে হামিম হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইড়তা এলাকা থেকে মোহাইমিনুল ইসলাম হামিমের লাশটি হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। মোহাইমিনুল ইসলাম টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, সোমবার রাত থেকে মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইড়তা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ঘাড়ে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে ওসি জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here