সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম খালেদ ওয়াসী কেটুর
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান
লিটন। শুক্রবার সকালে এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম খালেদ ওয়াসী কেটুর
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান
লিটন। শুক্রবার সকালে এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রসঙ্গত,সম্প্রতি ব্রেনস্টোক করেছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক
এএইচএম খালেদ ওয়াসী কেটু। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার তাকে হেলিকপ্টারযোগে
ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার আগারগাঁওয়ের
ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শুক্রবার বাদ মাগরিব নগরীর হড়গ্রাম এলাকায় জানাযা নামাজ শেষে
স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে..
রাজশাহীর জেলা যুবোলীগের সাধারন সম্পাদক কেটুর মৃত্যুতে গোলাম রাব্বানির
শোক প্রকাশ
রাজশাহী জেলা যুবলীগের বলিষ্ট নেতৃত্বদানকারী সাহসী ও ত্যাগি এই
নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা যুবলীগের যুগ্মসাধারন-সম্পাদক
এ্যাড.গোলাম রাব্বানী। তিনি তার শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও তার রাজনৈতিক জীবনের
স্মৃতি চারণ করে তার কোন ভূলত্রুটি হয়ে থাকলে সকলকে অন্তরের অন্তস্থল হতে ক্ষমা করার
অনুরোধ জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাযার
নামাজ আজ বাদ মাগরিব হড়গ্রাম নতুন পাড়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে
তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

