উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কামারখন্দের জামতৈল রেলষ্টেশনে মানববন্ধনের আয়োজন করে কামারখন্দের কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক খোকন,মাইটিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম ও দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল চ্যালেন সিক্সটিন টিভির জেলা প্রতিনিধি উজ্জ্বল অধিকারী, দৈনিক ভোরের সূর্য এর জেলা প্রতিনিধি পারভেজ আলী, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক ডাকার ডাক পত্রিকার বেলকুচি প্রতিনিধি সবুজ সরকার প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক সুবর্ণা আক্তার নদী’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রত বিচার আইনে শাস্তির দাবি জানানো হয়।

