মেহের আমজাদ,মেহেরপুর-নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ।
দিনটি উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌর ঈদগাহ গেট থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাস। মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এহসানুল কবির এসময় সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক,সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ গ্রহন করে। র্যালি শেষে সিভিল সার্জনে অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

