মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা সহ স্বপন ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটক স্বপন ষ্টেডিয়াম পাড়ার আঃ কুদ্দুসের ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জানান, গতকাল রবিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরের নতুন পাড়া মোড় এলাকা থেকে স্বপনকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

