মেহের আমজাদ,মেহেরপুর- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগষ্ঠি অধিকার আনন্দোলনের আয়োজনে বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে মেহেরপুর হালদার পাড়ায় ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগষ্ঠি অধিকার আনন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মৃন্বয় সাহা,কোষাধ্যক্ষ শ্যামল হালদার,সদস্য আরতি হালদার,জোসনা বাঁশফোঁড় প্রমুখ।