ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাস পরিস্কার অভিযান অব্যাহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাস পরিস্কার অভিযান অব্যাহত


মোঃ ইনামুল হাসান মাসুম :
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

 
আজ রবিবার সকালে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বায়তুল আমান ক্যাম্পাসে এ অভিযান দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় এ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জেলা ছাত্রলীগ জানায়।
 
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্ব রাজেন্দ্র কলেজের বায়তুল আমান ক্যাম্পাস পরিষ্কারের মাধ্যমে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। দুইদিনের অভিযানে আরো নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরাফ চয়ন, মোঃ ফিরোজ হোসাইন, যুগ্ম-সম্পাদক ফকির মোঃ সুজায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার জিহাদ, মোঃ ইভান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক সায়েম, সাবেক এজিএস অমিত বিশ্বাস, তরুছায়ার প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ খালিদ মাহমুদ সজীব ও তরুছায়া সংগঠনের নেত্রীবৃন্দ সহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।
 
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করা ও সতর্কতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। আমরা ভবিষ্যতে আরো ভালো কাজের সাথে সম্পৃক্ত হবো। তিনি আরও বলেন, সকল ইতিবাচক সকল কাজের রোল মডেল হবে বাংলাদেশ ছাত্রলীগ।

Post Top Ad

Responsive Ads Here