ফরিদপুরে ভূমি দস্যু নিরোদ বিশ্বাসের জালিয়াতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৭, ২০১৯

ফরিদপুরে ভূমি দস্যু নিরোদ বিশ্বাসের জালিয়াতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন


ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের সদর উপজেলার শোভারামপুরে জনৈক নিরোদ বিশ্বাস কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে একের পর এক অন্যের জমি প্রতারণার মাধ্যমে সহজসরল ক্রেতাদের নিকট বিক্রির প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। এসময় তারা নিরীহ জনগণকে প্রতারণা হতে মুক্ত করতে জালিয়াতির হোতা নিরোদ বিশ্বাসের উপযুক্ত শাস্তি দাবি করেন।

 
রোববার সকাল ৯ টার দিকে শোভারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়। এতে কয়েক শ’ গ্রামবাসী অংশ নেন। এরপর পার্শ্ববর্তী রেল সড়কের উপর তারা প্রায় ঘন্টাখাকে মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শোভারামপুর ¯øুইস গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে সাবেক ওয়ার্ড মেম্বার অসীম কুমার কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ভুক্তভোগী হাজি আব্দুল মালেক মিয়া ও অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক শেখ। এসময় স্থানীয় ভুক্তভোগীদের পক্ষে সমর কুমার সরকার, বিদ্যুৎ মিত্র, প্রকাশ সিকদার, অলোক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
প্রতারনার স্বীকার হাজি আব্দুল মালেক অভিযোগ করে বলেন, তিনি ২০১২ সালে নিরোদ বিশ্বাসের নিকট থেকে ৩১ শতাংশ জমি রেজিষ্ট্রি দলিল মূলে (দলিল নং- ৭২৩) ক্রয় করেন। কিন্তু পরে নাম পত্তন করতে গেলে জানতে পারেন নিরোদ বিশ্বাস ও তার শরিকেরা ওই জমি অনেক আগেই আবুল কালাম শেখের নামে বিক্রি করে দিয়েছেন এবং পরে একটি জাল পরচা তৈরি করে ওই জমি আবারও আমার নিকট বিক্রি করেছেন। এব্যাপারে ফরিদপুরের দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করেছেন উল্লেখ করে হাজি আব্দুল মালেক বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে। তদন্তকারী পিবিআইয়ের যাকে সাড়া না দিয়ে নিরোদ কুমার বিশ্বাস এখন ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার বিরুদ্ধে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।
 
এ ব্যাপারে অবশ্য নিরোদ বিশ্বাস অভিযোগ অস্বীকার করলেও জাল পরচা তৈরি ও কি কারণে তিনি পিবিআই এর তদন্ত কর্মকর্তার ডাকে হাজির হচ্ছেন না সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।

Post Top Ad

Responsive Ads Here