জমকালো অনূষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসব পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, April 17, 2019

জমকালো অনূষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উৎসব পালন

মেহের আমজাদ,মেহেরপুর- ইতিহাস ঐতিহ্যের মেহেরপুর পৌরসভা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবজ্জল ১৫০ বছরে অতিক্রম করলো। ১৫ এপ্রিল ১৮৬৯ সালের এই দিনে মেহেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশের প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে মেহেরপুর পৌরসভা অন্যতম। 

গৌরবজ্জল ইতিহাসের অংশিদার হিসেবে গত সোমবার সন্ধ্যা রাতে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে শুরু হয় ১৫০ বছর পূর্তি উৎসবের সূচনা অনুষ্ঠান। ১৫০ পাউন্ডের কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
রাত ৯টার দিকে শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। মেহেরপুর অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন। অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্য্না আলহাজ¦ গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

No comments: