হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ২টি এক্সেভেটর ও ১০ হাজার ঘণফুট বালু জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ২টি এক্সেভেটর ও ১০ হাজার ঘণফুট বালু জব্দ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত
আদালতের অভিযানে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও দু’টি এক্সেভেটর মেশিন জব্দ করেছে ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম খোয়াই নদীর আম্হেদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকা থেকে জব্দ করেন।

চুনারুঘাট উপজেলার আম্হেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী বলেন, কিছু
লোভী সুযোগ সন্ধানী নেতাদের নেতৃত্বে একটি  মহল দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে ইজারা বিহীন বালু উত্তোলন করে আসছিল। 
লাল মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি এক্সেভেটর জব্দ করে প্রশাসন । পরবর্তীতে এগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) নটবর রুদ্র পালের জিম্মায় জব্দকীর্ত এক্সেভেটর রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ হওয়া বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

অভিযানকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মঈন উদ্দিনসহ একদল পুলিশ উপস্থিত ছিল।

Post Top Ad

Responsive Ads Here