রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

রাজিবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-
কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ থেকে ২০ এপ্রিল পালন করা হবে এ কার্যক্রম। 
এ উপলক্ষে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার নব নির্বাচিত চেয়াম্যান আকবর হোসেন হিরো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কম্যকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ ফজলুর রহমান শুভ, ডাঃ মাহফুজুর রহমান, ডাঃ সেতু রায়, পরিসংখ্যানবিদ রোকনুজ্জামান, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আঃ হাই সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে আকবর হোসেন হিরো, “তৃণমূল সাধারণ মানুষের সেবায় কাজ করতে প্রত্যেক ডাক্টারকে তাগিদ দিয়ে সহমর্মীতার সাথে কাজ করার অনুরোধ জানান।”

Post Top Ad

Responsive Ads Here