হবিগঞ্জ জেলার ৮ উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা শপথ নিলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

হবিগঞ্জ জেলার ৮ উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা শপথ নিলেন

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ জেলার ৮ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে হবিগঞ্জ জেলার ৮ উপজেলার ৮ চেয়ারম্যান এবং ১৬ জন ভাইস চেয়ারম্যান এ সময় শপথ নেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪ উপজেলায়।

লাখাই উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (নৌকা প্রতীক) বিজয়ী হয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মর্তুজা হাসান (নৌকা প্রতীক)।

বানিয়াচং উপজেলায় নৌকা প্রতীকের আবুল কাশেমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চুনারুঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল কাদির লস্কর (নৌকা প্রতীক)।

অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। নবীগঞ্জ উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম।

এছাড়া বাহুবল উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছেন। মাধবপুর উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান (ঘোড়া প্রতীক)।

Post Top Ad

Responsive Ads Here