হবিগঞ্জের নবীগঞ্জে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৭, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামে রহমত উল্লা (৫৮) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) লাশটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। 

নিহতের পরিবারের বরাত দিয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম ফিরোজ জানান, সবজি ব্যবসায়ী রহমত উল্লা তার বসতঘরেই ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে তার স্ত্রী তাকে দোকানে রেখে পাশ্ববর্তী মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসে দেখেন ঘরের দরজা লাগানো। একপর্যায়ে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


এ ব্যাপারে নবীগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত রহমত আত্মহত্যা করেছেন। তবে 
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Post Top Ad

Responsive Ads Here