ঘরে বাহিরে সর্বত্র নারীদের নিরাপত্তার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯

ঘরে বাহিরে সর্বত্র নারীদের নিরাপত্তার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঘরে বাহিরে সর্বত্র নারীদের নিরাপত্তার দাবিতে মুখে কালো কাপড় বেধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 সোমবার দুপুরের শহরের নিরালাড় মোড়ে শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সংগঠক ফাতেমা রহমান বীথি, সাধারণ শিক্ষার্থী রাসেল আদনান, মো. মোর্শেদ, প্রত্যয়, মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, ফেনীতে মাদ্রাসার ছাত্রীকে শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সম্প্রীতি টাঙ্গাইল শহরের স্বামীর সামনে এক গৃহবধুকে কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে। যেখানে স্বামীর কাছে তার স্ত্রী নিরাপদ নয়, পিতার কাছে মেয়ে ও দাদার কাছে নাতনি নিরাপদ নয়। তাই প্রতিটি নারীর ঘরে বাহিরের নিরাপদ রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি টাঙ্গাইলের গনধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের ফাঁসির দাবি করেছেন বক্তারা।

Post Top Ad

Responsive Ads Here