ফরিদপুরের পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৩, ২০১৯

ফরিদপুরের পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন


 
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গি পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
 
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা বাসির দীর্ঘ প্রতিক্ষীত এমপি ডাঙ্গী পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি।
 
পরে বাপাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহামুদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মুসা, সদরপুর উপজেলা চেয়ারম্যান মোঃশফিকুর রহমান কাজি, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আজিজুল হক মাষ্টার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম মাষ্টার,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
পরে নদী পাড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন ‘গত কয়েক বছর পদ্মার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে চরভদ্রাসন উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার বিঘা ফসলী জমি, পাকা সড়ক, স্কুল, মসজিদ, কাচা পাকা ঘড় বাড়ি, বিভিন্ন প্রজাতির গাছ পালা।
 
নদী ভাঙনে দিশেহারা হয়ে পরেছিল নানা শ্রেনী পেশার মানুষ। নদী পাড়ের মানুষের বাড়ি ঘর ও উপজেলা পরিষদ রক্ষায় আমি মাথার ঘাম পায়ে ফেলে প্রায় ২৯৩ কোটি টাকার স্থায়ী বাধঁ নির্মানের প্রকল্পটি অনুমোদনের চেষ্টা চালাই। সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সার্বিক সহযোগীতায় ২০১৮ সালের ৭আগষ্ট একনেক সভায় স্থায়ী বাধেঁর প্রকল্পটি পাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Post Top Ad

Responsive Ads Here