সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
“নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ” ও “নার্স সবার জন্য স্বাস্থ্য অর্জনে সোচ্চার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে একযোগে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াফ দিবস ও আন্তর্জাতিক নার্সিং দিবস।
দিবসটি দুটি উপলক্ষে রোববার সকালে ফরিদপুরের পশ্চিম খাবাসপুর নাসিং ইনিষ্টিটিউট প্রশিক্ষন কেন্দ্র থেকে একটি বনাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ফরিদপুর নাসিং ইনিষ্টিটিউট প্রশিক্ষন কেন্দ্রের সম্মেলন কক্ষে কেক কেটে ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
ফরিদপুর নাসিং ইনিষ্টিটিউটের ইন্সটেক্টর র্ফ্লোরা আরিন্দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ কামদা প্রসাদ সাহা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিং ইন্সটেক্টর সাবিহা বেগম, রোকেয়া বেগম, রাজিয়া আক্তার, শোভা রানী, সুনিতী বিশ্বাস, সুলতানা পারভিন প্রমূখ।
আলোচনাসভা ও কেক কাটা পর্ব শেষে অতিথিদের সামনে নাসিং ইনিষ্টিটিউটের ছাত্রীরা নাচ, গান ও অভিনয়ে অংশ নেয়।

