মাদারগঞ্জে মৌমাছির কামড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু: আহত ১১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০২, ২০১৯

মাদারগঞ্জে মৌমাছির কামড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু: আহত ১১

সময় সংবাদ ডেস্ক//
জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে মোসলেম উদ্দিদ জদু(৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় মৌমাছির কামড়ে জদুর পিতা আনার উদ্দিন মন্ডল, ভ্যানচালক আফাজ্জলসহ অন্তত: ১১জন পথচারী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গত ১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের হেমরাবাড়ী গ্রামের রাজমিস্ত্রি মোসলেম উদ্দিন জদু তার বাবার সাথে ভ্যানে চড়ে কাজে যাওয়ার সময় বীর ভাটিয়ানি গ্রামে সড়কের পাশের গাছে মৌচাকের মৌমাছির কামড়ের শিকার হন। এতে সে ঘটনার স্থলেই মারা যান। এ সময় মৌমাছির কামড়ে ভ্যান গাড়িতে থাকা আরো ৫যাত্রীসহ অন্তত ১১জন আহত হয়। গুরুতর আহত মোসলেম উদ্দিন মসু নামে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান, আলতাফুর রহমান (আতা) বিষযটি নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here