সময় সংবাদ ডেস্ক//
আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে হলের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)ছাত্রীরা।
মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ উপাচার্যপন্থীরা হামলা চালিয়েছে। এতে শিক্ষক, ছাত্রী এবং দায়িত্বরত তিন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
এরপর থেকে উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস।দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের নেতৃত্বে সিন্ডেকেটের জরুরি এক সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। দলে দলে যোগ দেন উপাচার্য বিরোধী আন্দোলনে।যদিও অনেকেই আতঙ্কে হল ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের মিছিল ছাত্রীদের হলের কাছে গেলে ছাত্রীরা হলের গেটের তালা ভেঙে বেরিয়ে মিছিলে যোগ দেন। ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, প্রীতিলতা হল, সুফিয়া কামাল হল, জাহানারা ইমাম হল ও ফয়জুন্নেছা হলের গেট ভেঙে মিছিলে যোগ দেন।
এ সময় বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখান করে বিভিন্ন স্লোগান দেন তারা। ছাত্রীরা বলেন, হল বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ ও তা প্রত্যাখানে তারা হলের গেট ভেঙেছেন। একই সাথে বিক্ষুব্ধ ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের অপসারণ দাবি করেন।