নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাকুরিয়া গ্রামে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আরজু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ ই-নভেম্বর) বিকেল ৩ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরজু বেগম পাঁচবিবি উপজেলার পাকুরিয়া গ্রামের মোঃ সোহান আলীর স্ত্রী।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জিনিয়াস বাংলা টিভি কে জানান, শুক্রবার (০১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে আরজু তার বাড়ির পাশে রাস্তার ধারে নিজস্ব চায়ের দোকানে বসেছিলেন। এ সময় গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ করেই আগুন আরজুর শরীরে ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎসক শনিবার (০২ নভেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল তার মৃত্যু হয়।

