ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জনগনের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে মিডল্যান্ড ব্যাংকের এক এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।
সকালে ব্যাংকের এজেন্ট মেসার্স মাহী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আতিয়ার হোসেনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাজী ওমর জাফর উল্লাহ,বিশেষ অতিথি ছিলেন অনুষ্কা জাফর উল্লাহ,মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান,রিটেল ডিষ্ট্রিবিউশন এন্ড এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ রিদওয়ানুল হক,ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,ব্যাংকের ব্যবস্থাপক মোঃ অরিফুজ্জামান,ইঞ্জিনিয়ার হাসেম খান,এজেন্ট মোঃ কাওসার খালাসী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ।
