সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের কলাডাঙ্গী গ্রামের গতকাল রাতে এক ভায়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৭টি টিনের ঘর আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে এলাকাবাসি জানায়। মূহূর্তে মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসে। পরে এলাকাবাসির সহযোগীতায় ৩ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
