নিজস্ব প্রতিবেদক :
পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( অতিরিক্তি ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির ডিসি ডিবি (পূর্ব ) মোঃ ইলিয়াছ শরীফকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
১৩ নভেম্বর পুলিশ সদরদফতরে তাকে র্যাংক ব্যাজ পরান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আটজন পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মোঃ ইলিয়াছ শরীফ ।
প্রতিনিধির কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় মোঃ ইলিয়াছ শরীফ বলেন, ‘আমি মনে করি ভালো কাজের স্বীকৃতি হিসেবেই আমাকে পদোন্নতি দিয়েছেন। এতে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পদমর্যাদা ধরে রাখতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করব। এছাড়া পুলিশকে জনবান্ধব করতে যথাযথ ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাব।’
ইলিয়াছ শরীফ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগে দায়িত্ব পালন করেছেন। ভালো কাজ ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ এ পুলিশ কর্মকর্তা তিনবার বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) অর্জন করেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে ২০তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন মোঃ ইলিয়াছ শরীফ। ২০১২ সালে তিনি পুলিশ সুপার হিসাবে পদন্নোতি পেয়ে ডিএমপিতে ডিসি হিসাবে যোগদান করে। ২০১৪ সালে ইলিয়াছ শরীফ নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদান করেন। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৫ বছর ৬ মাস সুনামের সাথে নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
১৩ নভেম্বর পুলিশ সদরদফতরে তাকে র্যাংক ব্যাজ পরান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আটজন পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মোঃ ইলিয়াছ শরীফ ।
প্রতিনিধির কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় মোঃ ইলিয়াছ শরীফ বলেন, ‘আমি মনে করি ভালো কাজের স্বীকৃতি হিসেবেই আমাকে পদোন্নতি দিয়েছেন। এতে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পদমর্যাদা ধরে রাখতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করব। এছাড়া পুলিশকে জনবান্ধব করতে যথাযথ ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাব।’
ইলিয়াছ শরীফ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগে দায়িত্ব পালন করেছেন। ভালো কাজ ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ এ পুলিশ কর্মকর্তা তিনবার বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) অর্জন করেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে ২০তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন মোঃ ইলিয়াছ শরীফ। ২০১২ সালে তিনি পুলিশ সুপার হিসাবে পদন্নোতি পেয়ে ডিএমপিতে ডিসি হিসাবে যোগদান করে। ২০১৪ সালে ইলিয়াছ শরীফ নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদান করেন। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৫ বছর ৬ মাস সুনামের সাথে নোয়াখালী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

