ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পুলিশ ফুটবল লীগ টূনামেন্ট এর ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আড়িয়াল খাঁ দলকে ২-১ গোলে হারিয়ে খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে কুমার দল।
শনিবার বিকেল পৌনে ৪টায় এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। তিনি খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে বিজয়ী ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এতে ম্যান অব দ্যা ম্যাচ হন আড়িয়াল খাঁ দলের গোল কিপার মোঃ মহিদুল আর খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন ভুবেনশ্বর দলের মিনার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, রবিউল ইসলাম, অতিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোঃ মহিউদ্দিনসহ পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে খেলার শুরতে ঢাকা রেঞ্জ বাস্কেটবল টিম এর সকল খেলয়ারদের মাঝে জার্সি বিতরন করেন পুলিশ সুপার।
উল্লেখ্য গত ১২ ই নভেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল জেলা পুলিশ ফুটবল লীগ টূনামেন্ট। খেলার শুরুর দিন পুলিশ লাইনস্ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। জেলার পদ্মা, মধুমতী, কুমার, গড়াই, আড়িয়াল খাঁ ও ভুবনেশ্বর এই ছয়টি নদীর নামাকরনে ৯টি থানার পুলিশ সদস্যরা ছয়টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়।

