ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় তানজিলা আক্তার (২০) নামে এক গৃহবধু বিষাক্ত ঔষধ ফুরাডান খেয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার যদুনন্দী গ্রামে এঘটনা ঘটে। তানজিলা ঐ গ্রামের ছিদ্দিক ভূইয়ার কন্যা ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দুধকুড়া গ্রামের রুমান মোল্যার স্ত্রী।
স্থানীয়রা জানান, আনুমানিক ৬/৭ মাস আগে তানজিলা আক্তারের বিবাহ হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দুধকুড়া গ্রামের রুমান মোল্যার সাথে। বিয়ের পর ৩য় বারের মতো স্বামীকে সাথে নিয়ে মঙ্গলবার সকালে বাবার বাড়ি যদুনন্দীতে বেড়াতে আসেন। রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘুমাতে যান। এর পরেই ঘরে থাকা বিষাক্ত ঔষধ ফুরাডান খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তানজিলা। এসময় পরিবারের লোকজন তাকে প্রথমে মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর রেফার করেন। রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে মেডিকেলের চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। বুধবার ভোর রাতে ঢাকা নেওয়া পথে সে মারা যায়। এলাকাবাসীর দাবী স্বামী পছন্দ না হওয়ায় তানজিলা আত্মহত্যা করেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।