ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মডার্ন ফায়ার স্টেশন নির্মাণের দাবী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৬, ২০১৯

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মডার্ন ফায়ার স্টেশন নির্মাণের দাবী


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ‘গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র/ দুর্যোগ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ’-এ মূলমন্ত্রকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। স্বাগত বক্তব্য দেন ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ। ওই আলোচনা সভায় ফরিদপুরে একটি মডার্ন ফায়ার স্টেশন নির্মাণের দাবী জানান বক্তারা।

আলোচনায় অংশ নেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্ত্তী, গোল্ডেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মৃধা, বদরুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভলপমেন্ট এজেন্সি (এফডিএ)র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কোন কারখানা করতে হলে কারখানা এলাকায় পানি সংরক্ষণের জন্য একটি পুকুর নির্মাণ করা নীতিমালা হিসেবে যুক্ত করা উচিত। পাশাপাশি ছয় তলার উর্ধে ভবন নির্মানের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনুমোদনের বিষয়টির উপর অধিক জোর দিতে হবে। রাস্তার পাশে যেসব জায়গা পৌরসভা ইজারা দিয়েছে তা বাতিল করে সড়কগুলিকে প্রসস্ত করতে হবে।

বক্তারা বলেন, ফরিদপুরে ১৫ থেকে শুরু করে ১৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু ফরিদপুর ফায়ার সার্ভিসের সর্বোচ্চ ক্ষমতা সাত তলা পর্যন্ত আগুন নেভানোর। এজন্য ফরিদপুর ফায়ার সার্ভিসকে উন্নত করার লক্ষে অবিলম্বে ফরিদপুরে একটি মডার্ন ফায়ার স্টেশন নির্মাণ করা জরুরী। যাতে বহুতল ভবনের আগুন নির্বাপন করা সম্ভব হয়।
আলোচনাসভা শেষে ফরিদপুর ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়ি নিয়ে একটি যাক্রিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here