চরফ্যাশন উপজেলাঃডিসেন্বরেই দুলার হাট থানার নুরাবাদ আহাম্মদপুরের নির্বাচন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২২, ২০১৯

চরফ্যাশন উপজেলাঃডিসেন্বরেই দুলার হাট থানার নুরাবাদ আহাম্মদপুরের নির্বাচন।

এ,কে এম গিয়াসউদ্দিন ভোলা //
ভোলা চরফ্যাশন দুলার হাট থানার দুই ইউনিয়নের নির্বাচন-২০১৯ মনোনয়ন দাখিল ও নির্বাচনের তারিখ ঘোষনা করলেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সুত্রে যানা যায় আগামী ০৩ ডিসেন্বর মনোনয়ন দাখিল, মনোনয়ন পত্র বাছাই ৫ ডিসেন্বর, আপিল (৬-৮) ডিসেন্বর, আপিল নিস্পত্তি (৬-১১) ডিসেন্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ ডিসেন্বর, প্রতীক বরাদ্দ ১৩ ডিসেন্বর,ভোটগ্রহন- ৩০ ডিসেন্বর।

দীর্ঘ দিনের জটিলতা আর আদালতের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দুই ইউনিয়নের নির্বাচন দ্রুত সম্পন্ন করতে কমিশন কে নির্দেশ দেন। তারই প্রেক্ষীতে২০১১ সালের পর বন্ধ হয়ে যাওয়া নির্বাচনের দুয়ার উন্মুক্ত হলো।

উল্লেখ্য ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙ্গে আহম্মদপুর করা হয়।এর ভিত্তিতে নুরাবাদ ও আহাম্মদ পুর ইউনিয়নে নির্বাচন দেওয়া হয়। পরবর্তীতে জনৈক ভোটার নজরুল ইসলামের সীমানা পুনঃনির্ধারন চেয়ে হাইকোর্টে রিটে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট সীমানা পুনঃনির্ধারনের নির্দেশ দেন।

এ অবস্থায় দুই ইউনিয়ন পরিষদের দুই ভোটার নির্বাচন দেয়ার নির্দশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।সেই আপিলের শুনানি নিয়ে আদালত অবিলন্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিলেন।



Post Top Ad

Responsive Ads Here