প্রতিবন্ধীকে ধর্ষনের দায়ে চার জনের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Thursday, November 07, 2019

প্রতিবন্ধীকে ধর্ষনের দায়ে চার জনের যাবজ্জীবন

সময় সংবাদ ডেস্ক//
কুষ্টিয়ায় সদর থানার শিশু অপহরণ মামলায় তিনজনের এবং খোকসা থানার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে ধর্ষন মামলার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। 
এসময় শিশু অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামীই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার বাহিরমাদী চর এলাকার মৃত সাদেক আলী শেখের দুই ছেলে আজাদ শেখ ও সিরাজুল ইসলাম এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কামলা গ্রামের মৃত আশরাফ আলী শিকদারের ছেলে রুবেল শিকদার। এদের প্রত্যেকে যাবজ্জীবন কারাদন্ডসহ এক লক্ষ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

পৃথক খোকসা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন- উপজেলার রাজিনাথপুর গ্রামের আবদুল করিমের ছেলে আরিফুল ইসলাম (৩০)। এ ছাড়া তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ এপ্রিল বিকাল ৪টায় আজাদ শেখ, সিরাজুল ইসলাম ও সাইফুল সদর উপজেলার খাজানগরে কুরবান আলীর বাড়িতে বেড়াতে এসে তার মেয়ে ৩ বছরের কন্যাশিশু সুমাইয়াকে অপহরণ পূর্বক ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ওই শিশুকন্যার পরিবারের কাছে। এ ঘটনায় সুমাইয়ার পিতা কুরবান আলী বাদি হয়ে আজাদ শেখ ও সিরাজুল ইসলাম এবং সাইফুলের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ:বি: ৭ ধারায় আজাদ শেখ, সিরাজুল ইসলাম এবং রুবেল শিকদারের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।

এছাড়া ২০১৭ সালের ০১ আগস্ট বিকাল সাড়ে ৪টায় আসামি আরিফুল প্রতিবেশী ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় প্রতিবন্ধীর চাচা মো: আবুল কালাম বাদি হয়ে আরিফুল ইসলামের নামে খোকসা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর আসামীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।

আদালতের (ভারপ্রাপ্ত) সরকারী কৌশুলী এ্যাড. সাইফুল ইসলাম বাপ্পী জানান, কুষ্টিয়া মডেল থানার অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। বিজ্ঞ আদালতের রায়ের অপহরণ মামলার তিনজন আসামীকে যাবজ্জীবনের সাথে একলক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছর সাজা দিয়েছেন। পৃথক খোকসা থানার ধর্ষণ মামলায় আসামি আরিফুল ইসলামের যাবজ্জীবনসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ আদালতের।

No comments: