ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সুপরিচিত সমাজসেবী ও যুব সংগঠক রাষ্ট্রপতি ভিডিপি সেবা পদকপ্রাপ্ত মিরাজ জামান রাজ কে প্রাণনাশের হুমকি দেওয়া মামলায় আসামী খালেক, মাহফুজ ও নাঈমের নামে বিজ্ঞ আদালতের সমন জারি হয়েছে।
এ বছরের ০১ জুন ঝিনাইদহ শহরের সিএন্ডবি পুকুরপারস্থ একটি ছাত্রাবাসের রুম ছাড়াকে কেন্দ্র করে মিরাজ জামান রাজের সাথে ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে পার্বতীপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ আব্দুল খালেক, কামাল হোসেনের ছেলে মোঃ নাঈম হোসেন (নাজমুল) ও পশ্চিম ঝিনাইদহ গ্রামের ময়নাল হোসেনের ছেলে মোঃ মাহাফিজুর রহমান (মাহফুজ) এর বাক বিতন্ডা হয়। খালেক, মাহফুজ ও নাঈম মিলে গুন্ডা বাহিনী নিয়ে এসে বিভিন্ন প্রকার ভয় ভিতি প্রদর্শন সহ তাকে ক্ষতি করার চেষ্টা করে। একপর্যায়ে খালেক মিরাজ জামান রাজ কে হত্যার হুমকি দেন। জীবনের চরম নিরাপত্তাহীনতায় মিরাজ জামান রাজ ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়োরী করেন (জিডি নং-৮৩, তারিখ- ০২/০৬/২০১৯) এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার সহ সরকারের বিভিন্ন দপ্তর কে বিষয়টি লিখিত জানান। তারপরও খালেক- মাহফুজ গং বিভিন্নভাবে তাকে জিডি সহ সকল অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত জিডি বিজ্ঞ আদালতের নির্দেশে তদন্ত হয়। উক্ত তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং-৮১/১৯)। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী খালেক, মাহফুজ ও নাঈম কে আগামী ০৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে। উল্লেখ্য এই মামলার আসামী মোঃ আব্দুল খালেক ইতিপূর্বে সরকার বিরোধী কর্মকান্ড ও নাশকার মামলায় জেল হাজতে ছিলেন। লম্পট প্রকৃতির মোঃ নাঈম হোসেনের সাথে এক প্রবাসির স্ত্রীর অবৈধ সম্পর্ক সহ একাধিক নারীর সাথে তার পরকীয়া সম্পর্কেরও সত্যতাও পাওয়া গেছে। এছাড়াও মাহফিজুর রহমান মাহফুজও বিভিন্ন জোর জবস্তি ও একাধিক লোককে হুমকি ধামকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উক্ত মামলা বিষয়ে মিরাজ জামান রাজ বলেন আসামীরা সন্ত্রাসী প্রকৃতির মানুষ বলেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তিনি আশা করেন বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাবেন।