ফরিদপুরে জাতীয় দলের ক্রিকেটার নাইম সেককে ব্যাপক সংবর্ধনা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ২৪, ২০১৯

ফরিদপুরে জাতীয় দলের ক্রিকেটার নাইম সেককে ব্যাপক সংবর্ধনা প্রদান



ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান নাইম সেক তার নিজ জেলা ফরিদপুরে পৌছালে ব্যাপক সংর্বধনা প্রধান করা হয়। রবিবার বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকা থেকে প্রাইভেটকার যোগে সড়কপথে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে আসলে তাকে আগে থেকে সেখানে অপেক্ষারত ফরিদপুরবাসী ফুলের মালা ও ফুলেল শুভেচ্ছা জানান। এরপর শত শত মটরসাইকেল তাকে সঙ্গে নিয়ে ফরিদপুরে তার বাড়ীর উদ্দেশ্য রওনা হয়। 

ফরিদপুর শহরের প্রধান সড়ক কিছুটা ঘুড়ে তাকে বহনরত গাড়ী গোয়ালচামট ১নং সড়কের মুখে এলে তার পিতাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। 

এসময় নাইম সেক বলেন, আগামী মঙ্গলবার আমরা নেপালে খেলতে যাব। সেখানে আমাদের একটাই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। তিনি বলেন কদিন আগে ইন্ডিয়াতে ভালো খেলতে পেরে নিজের অনেক ভালো লাগছে। সামনে আরো ভালো করার চেষ্টা থাকবে দল ও দেশের ক্রিকেটের জন্য ইনশাআল্লাহ। 

এদিকে নাইম সেক তার নিজ বাড়ীতে আজ কিছুটা সময় থেকে সন্ধ্যায় আবার ঢাকায় তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here