ফরিদপুরের ভাঙ্গায় ম্যাজিষ্ট্রেট এর গাড়ী ভাংচুর, আহত-৪ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০২, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় ম্যাজিষ্ট্রেট এর গাড়ী ভাংচুর, আহত-৪


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় দুইজন ম্যাজিষ্ট্রেট বহনকারী যাত্রীবাহী মিনিবাসে(মৌলভীবাজার-জ-০৪-০০২১) যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসে হামলা চালায় কয়েকজন স্থানীয়। তাদের হামলায় এ সময় চার জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় চালক আবু সাইদ বাদী হয়ে পুর্বহাসামদিয়া এলাকার ফরহাদ(২৫) ও ফারুক মাতুব্বর সহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০জনকে আসামী করে শুক্রবার রাতে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। 

পুলিশ ও বাস ড্রাইভার জানান, ঝিানাইদহ জেলার দুইজন ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম ও আরেক জনের নাম জানা যায়নি তাদের বাড়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। শুক্রবার ছুটিতে তাদের গ্রামের বন্ধুদের নিয়ে একটি মিনিবাস রির্জাভ করে পদ্মা সেতু দেখার জন্য আনন্দ ভ্রমনে আসেন। বিকালে পদ্মা সেতু দেখে ফেরার পথে ভাঙ্গা চৌরাস্তায় এলে স্থানীয় আসামী ফরহাদ ও ফারুক সহ ১৫/২০ জন তাদের গাড়ীতে যাত্রী উঠানোর জন্য গতিরোধ করে। এসময় চালক সহ রিজার্ভ গাড়ীর যাত্রীরা বহিরাগত যাত্রী নিতে অস্বীকৃতি জানায়। তাদেরকে না উঠানোর জন্য তারা বাসের যাত্রীদের উপর হামলা চালায়। এতে গাড়ীর গøাস ভাংচুর সহ চারজন ম্যাজিষ্ট্রেট এর সঙ্গী আহত হয়। আহতরা হলেন তসলিম, জিনারুল, মন্টু ও ড্রইভার আবু সাইদ। 

এদিকে মামলার বাদী বাসের ড্রাইভার আবু সাইদ বলেন, ঝিনাইদহের দুইজন ম্যাজিষ্ট্রেট তরিকুল স্যার ও আরেক ম্যাজিষ্ট্রেট ছুটিতে তাদের গ্রামের আরো ৫০জন বন্ধু বান্ধব নিয়ে পদ্মা সেতু দেখার জন্য তাদের নিয়ে আনন্দ ভ্রমনে এসেছিলাম। ফেরার পথে অন্য যাত্রী না নেওয়ায় আসামীরা আমাদের উপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান বলেন, ম্যাজিষ্ট্রেটসহ বহনকারী একটি বাস নিয়ে পদ্মা সেতু দেখার জন্য ভ্রমনে এসেছিল তারা। সেতু দেখে ফেরার পথে তাদের উপর স্থানীয়রা মারধর করেছে এ বিষয়ে মামলা হয়েছে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here