উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী করা হয়েছে। পরে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও স্কুল, কলেজ, মাদ্রাসা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা খাতুন, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুবলীগের আহব্বায়ক ও অত্র স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদুল হক রেজা প্রমুখ। কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লেতে অংশগ্রহনকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

