ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে চিনিকলের আখ বোঝাই একটি ট্রলির চাপায় সিয়াম নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১২ টার দিকে মধুখালী-বেলেশ্বর সড়কে গাজনা ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শ্রীপুর গ্রামের জনৈক জিন্নাত শেখের ছেলে। সে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। তার বাবা জিন্নাত শেখ একজন দিনমুজুর।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজাপুর আখ সেন্টার থেকে মধুখালী চিনিকল অভিমুখী একটি আখ বোঝাই ট্রলি সিয়ামকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে কানাইপুরে মারা যায় সে। দুর্ঘটনার পর ফরিদপুর চিনিকলের কর্মকর্তারা নিহতের বাড়িতে যান।
মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

