ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের স্বীকার স্কুল ছাত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ২৯, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে গণধর্ষণের স্বীকার স্কুল ছাত্রী

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুরের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী গণধর্ষণের স্বীকার হয়েছে।

 মোবাইলে প্রেমিক তাকে ডেকে নিয়ে প্রেমিকসহ চার বন্ধুর দ্বারা পাশবিকতার স্বীকার হয় ওই ছাত্রী। মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় ওই ছাত্রী নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ২৪। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যার সাথে মোবাইল ফোনে প্রেম হয় ওই স্কুল ছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে মধুমতির চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভিরু মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, নিখিল চন্দ্র মন্ডলের ছেলে তারক মন্ডল, সঞ্জিত মন্ডলের ছেলে সৈকত মন্ডল, এবং সোহরাব মোল্যার ছেলে নাসির মোল্যা পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ তারক মন্ডল, সৈকত মন্ডল ও নাসির মোল্যাকে গ্রেফতার করেছে। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here