জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ ব্যক্তির ১০ বছরের কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়ার বাটা গ্রামের মোঃ কাজল (৩১)।
অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর গোমস্তাপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে চাউল ভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ২’শ ১০ বোতল ফেন্সিডিলসহ কাজলকে গ্রেফতার করে।
এ ঘটনায় উপ-পুলিশপরিদর্শক মোঃ মোমেনুর রহমান বাদী হয়ে কাজলসহ ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে ওইদিন গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারী কাজলকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদী শেষে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)(বি) ধারায় আদালতের বিচারক কাজলকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায় প্রদান করেন।

