নাটোর জেলা আ.লীগের বর্ধিত সভায় কেন্দ্র যেসব নির্দেশ দিলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০

নাটোর জেলা আ.লীগের বর্ধিত সভায় কেন্দ্র যেসব নির্দেশ দিলেন


আবু মুসা নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ মার্চ) ধানমন্ডি ৩/এ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২টি (বনপাড়া ও বড়াইগ্রাম) পৌরসভা এবং ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি (জোয়ারী, মাঁঝগাও, বড়াইগ্রাম, জোনাইল, গোপালপুর ও চান্দাই) ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপিকে প্রধান অতিথি করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে গঠন করা কমিটি গুলো বৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগকে পাশকাটিয়ে বামদল থেকে আওয়ামী লীগে চিহ্নিত অনুপ্রবেশকারী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিক পাটোয়ারীর করা ৭ ইউনিয়নের বিতর্কিত কমিটিগুলো অবৈধ/বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গুরুদাসপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মোট ৭ইউনিটে (উভয় গ্রুপের) করা সবগুলো কমিটিই বাতিল ঘোষণা করা হয়েছে। এই ৭ইউনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপিকে প্রধান অতিথি করে পুনরায় সম্মেলনের আয়োজন করে নতুন কমিটি গঠন করার জন্য গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আনিসুর রহমান ও সাধারন সম্পাদক শাহানেওয়াজ মোল্লাকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্দেশ দিয়েছেন।

এছাড়া নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সভাপতি রইস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটককে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই উপজেলায় আব্দুস শুকুরকে সভাপতি এবং মুশফিকুর রহমান মুকুকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমুল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে রইস উদ্দিন রুবেল সভাপতি ও তৌহিদুর রহমান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি রইস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে বিভিন্ন অভিযোগে বাদ দেওয়া হয়েছে বলে একাধিক নেতা নিশ্চিত করেছেন।

নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এসকল নির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোর-৩ সিংড়া আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম, সহ-সভাপতি এডভোকেট শাহজাহান কবীর পিপি, এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দু কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন ঝুলফু সহ নাটোর জেলা আওয়ামী লীগের অধিনস্থ সকল ইউনিটের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here