ফরিদপুরে ডাকাত দলের সদস্য সন্দেহে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের আলীপুর মহল্লার আলাউদ্দিন খাঁ সড়কে কুটি মনিরের মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি দা, একটি বড় আকৃতির ছুরি ও একটি টর্স লাইট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ওই তিন জন হলেন শহরের অম্বিকাপুর মহল্লার কুদ্দুস শিকদারের ছেলে রিপন শিকদার, উত্তর আলীপুর মহল্লার বাবুল শেখের ছেলে বাদল শেখ ও পশ্চিম আলীপুর মহল্লার কাবুল মীরের ছেলে তুহীন মীর।
ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার বলেন, ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ওই তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, ডিবি পুলিশের এসআই মো. জব্বার বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। ওই তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
সময/ফরিদপুর
সময/ফরিদপুর