রাঙামাটির তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতের ঝড়ে কাপ্তাই বিদ্যুৎ সঞ্চালন লাইলে গাছ ভেঙে পড়ার পর বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হাসেম বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ উপড়ে পড়ে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাজ করতে দেখেছি। আরো কয়েকটি গাছ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী বলেন, ‘ভোর ৫টায় বন বিভাগের গাছ উপড়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পড়লে বিলাইছড়ি, জুরাছড়ি এবং বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মীরা লাইন মেরামতের কাজ করছেন।
সময়/রাঙামাটি প্রতিনিধি