মানিকগঞ্জের সিংগাইরে দোকানে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের সেমাই মজুত, বিক্রি ও মূল্য তালিকায় ঘষামাজা করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার ওই উপজেলার বায়রা, জামির্তা ও সিরাজপুর হাটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের সেমাই মজুত, বিক্রি ও মূল্য তালিকায় ঘষামাজা করায় জুয়েল অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার, খোরশেদ স্টোরকে পাঁচ হাজার ও রাজিব স্টোরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়/দেশ