মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ দিনের পূর্ণ দিবস কারফিউ অর্থাৎ ‘টোটাল কারফিউ’ জারি করেছে কুয়েত। শুক্রবার দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আগামী রোববার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে থেকে এই কারফিউ কার্যকর করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২০ এপ্রিল থেকে কুয়েতে ১৬ ঘণ্টার কারফিউ বলবৎ ছিল। তবে সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় এবার ২৪ ঘণ্টার একটানা কারফিউ জারির ঘোষণা দেয়া হলো।
তবে রমজানের এই সময়ে কারফিউর আওতামুক্ত বিষয়ের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তথ্য মন্ত্রণালয়। পরবর্তীতে এ বিষয়টি জানানো হবে বলা হয়েছে বিবৃতিতে।
শুক্রবার উপসাগরীয় অঞ্চলের দেশটিতে নতুন করে ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন জনের। এর ফলে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৭ হাজার ২০৮ ও ৪৭ জনে দাঁড়িয়েছে।
সূত্র: আরব নিউজ
সময়/আন্ত/দিপ