রাজবাড়ী কারাগার থে‌কে মু‌ক্তি পেল ৪২ ব‌ন্দি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৯, ২০২০

রাজবাড়ী কারাগার থে‌কে মু‌ক্তি পেল ৪২ ব‌ন্দি


রাজবাড়ী প্রতিনিধি:
ক‌রোনা ভাইরাস সংক্রমন প‌রি‌স্থি‌তি‌তে সরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশনা অনুযায়ী মোবাইল কো‌র্টের দেওয়া মাদক মামলার বি‌ভিন্ন মেয়া‌দে সাজাপ্রাপ্ত ৪২ জন বন্দী  আসামী‌কে রাজবাড়ী জেলা কারাগার থে‌কে মু‌ক্তি দেওয়া হ‌য়ে‌ছে। শ‌নিবাব দুপুর ২ টার দি‌কে ৪২ বন্দী‌দের মু‌ক্তি দেয়া হয়।

রাজবাড়ী জেলা কারাগা‌রের জেল সুপার নুর মোহাম্মদ জানান, ক‌রোনা ভাইরাস সংক্রমন প‌রি‌স্থি‌তি‌তে সরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশণা অনুযায়ী ৩ মে পাওয়া এক চি‌ঠি‌তে মোবাইল কো‌র্টের মাদক মামলার ৩ থে‌কে ৬ মা‌সের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও প্রতারন মামলার ৩ আসামীসহ ৪২ জন‌ বন্দী‌ আসামী‌কে মু‌ক্তির নি‌র্দেশনা আ‌সে।

প্রিজন হেড‌কোয়ার্টার স্মারক নং ৬৯৪। যার আ‌লো‌কে আজ ৩৯ জন এবং এর আ‌গের ৩ জন‌ সহ ৪২ সাজাপ্রাপ্ত আসামীকে  মু‌ক্তি দেওয়া হয়। এ‌দি‌কে কারাগার থে‌কে মু‌ক্তি পে‌য়ে বন্দীরা সরকা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।




সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here