বোয়ালমারী :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের লক ডাউন পরিবারের মাঝে উপজেলা যুবলীগের একাংশের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গত ৫মে মঙ্গলবার ঢাকা ফেরত শিখা রায় (৪৫) নামে এক মহিলার করোনা ভাইরাস পজেটিভ আসে। ওই মহিলার শারিরিক অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়। তার বাড়িসহ করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় আশেপাশের ৩৬ বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শনিবার (০৯-০৫-২০)দুপুর ৩টার সময় লকডাউনে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশ।
দেয়া হয় চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে এ ত্রাণ দেয়া হয়। এতে খুশি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ধুলপুকুরিয়া গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তিসহ আশেপাশের পরিবারের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এতে গৃহবন্দি হয়ে পড়েন ৩৬ পরিবারের ২০০ সদস্য। এদিকে দেশ ও পরিবারের স্বার্থে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন নিজ বাড়িতে থাকার পরামর্শ চিকিৎসকদের।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবলীগের (একাংশের) আহবায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান লিটু, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. লিটন মৃধা।