ঘুম ভাঙতেই ছোট ছেলে দেখেন মেঝেতে মা-ভাইয়ের নিথর দেহ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৯, ২০২০

ঘুম ভাঙতেই ছোট ছেলে দেখেন মেঝেতে মা-ভাইয়ের নিথর দেহ


নওগাঁর রাণীনগরে মা আশেদা বেগম ও বিদেশফেরত ছেলে আসলাম হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। 


উপজেলার গোনা ইউপির পিরেরা গ্রামে এ ঘটনা ঘটে। এ মৃত্যু নিয়ে ওই এলাকায় চলছে নানা সমালোচনা। কেউ বলছেন পরিকল্পিত হত্যাকাণ্ড, আবার কেউ বলছেন আত্মহত্যা। 

শনিবার সকালে পৃথক শয়ন কক্ষে তাদের মরদেহ পাওয়া যায়। দুপুরে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার গোনা ইউপির পিরেরা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি, ছেলে বিদেশফেরত আসলাম হোসেন ও ছোট ছেলে আল আমিনকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ছোট ছেলে আল আমিন ঘুম থেকে ওঠে মাকে ডাকতে গিয়ে দেখতে পান মেঝেতে মায়ের নিথর দেহ পড়ে আছে। এর পর ভাই আসলামকে ডাকতে গিয়ে দেখতে পান সেও নিথর অবস্থায় মেঝেতে পড়ে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা বলতে পারেননি তিনি। 

অনেকেই বলছেন, মায়ের মরদেহ ঘরের মেঝেতে পড়েছিল, আর ছেলে আসলামের গলায় দড়ি লাগানো এবং নগ্ন অবস্থায় পড়েছিল।  

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি সার্বিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।




সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here