টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২২, ২০২০

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত


সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. রশিদুল্লাহ নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির দমদমিয়া জাহাজঘাট সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদুল্লাহ পাহাড়ে লুকিয়ে থাকা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত খালেক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

রশিদুল্লাহ হ্নীলা ইউপির লেদা রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা শফিক উল্লাহর ছেলে।

টেকনাফ সিপিসি-১ র‌্যাব ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান, দমদমিয়া জাহাজ ঘাট সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইটি এলজি, পাঁচটি গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রশিদুউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Post Top Ad

Responsive Ads Here