চীনের বিরুদ্ধে ভ্যাকসিন তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২২, ২০২০

চীনের বিরুদ্ধে ভ্যাকসিন তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের


সময় সংবাদ ডেস্ক//
মহামারি করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বেইজিংয়ের বিরুদ্ধে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ আনলো ওয়াশিংটন। শুধু অভিযোগই নয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট দুই চীনা নাগরিকের বিরুদ্ধে প্রতিরক্ষা ঠিকাদার, করোনা গবেষণা, বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষকে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, লি জিয়ায়ু ও ডং জিয়াঝি অস্ত্রের ডিজাইন, ওষুধের তথ্য, সফটওয়্যারের সোর্স কোড এবং চীনা ভিন্নমতালম্বী ও সরকারবিরোধীদের ব্যক্তিগত তথ্য মিলিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, এই দুই সাইবার অপরাধী চীনের পেশাদার গুপ্তচর নয়, তবে তারা চীন সরকারের হয়ে কাজ করছে।

জাতীয় নিরাপত্তাবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডিমার্স এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেন, নিজ দেশে সীমান্তে সক্রিয় গুরুত্বপূর্ণ হ্যাকার অপরাধীদের বিষয়ে চীন দেখেও না দেখার মতো আচরণ করছে। এই হিসেবে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার কাতারে চলে গেছে চীন। এই দেশগুলো সাইবার অপরাধীদের জন্য স্বর্গরাজ্য হওয়াটা লজ্জাজনক।



Post Top Ad

Responsive Ads Here