ফরিদপুরে পুজা হবে ৭৬৩ মন্দিরে, বোয়ালমারীতে দূর্গা প্রতিমা ভাংচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২১, ২০২০

ফরিদপুরে পুজা হবে ৭৬৩ মন্দিরে, বোয়ালমারীতে দূর্গা প্রতিমা ভাংচুর



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নয়টি উপজেলায় মোট ৭৬৩ টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। এবছর কোভিড-১৯ এর কারণে অড়ম্বরতা কম থাকছে। তারপেরও থেমে নেই মন্দিরে মন্দিরে আয়োজনের। 


এদিকে মঙ্গলবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ধরনী ধরদী গ্রামে সুরেশ মাষ্টারের সার্বজনীন দূর্গা মন্দিরের রংকৃত দূর্গা মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়ন সেক নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, একজন সহ অজ্ঞাতদের নাম দিয়ে বুধবার দুপুরে সুরেশ মাষ্টার একটি মামলা দিয়েছেন থানায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 


বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ জানান, প্রতিমা দেখতে আগতদের মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে। 


আর মন্দির ভিত্তিক পুজা উদযাপন কমিটির সদস্যরা জানান, স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করাসহ মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। 


উল্লেখ্য, বৃহস্পতিবার ষষ্টী পুজার মাধ্যমে শুরু হওয়া শারদীয় দুর্গা পুজার সমাপ্তি ঘটবে ২৬ অক্টোবর প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে।

Post Top Ad

Responsive Ads Here